সাহিবুন্নবি সাইয়িদুনা আবু বকর সিদ্দিক রা.

ইলিয়াস মশহুদ

প্রচ্ছদঃ আরশাদ

পৃষ্ঠা : ৬৮

প্রকাশনায়ঃ কিতাবিস্তান, বন্দরবাজার, সিলেট

মুদ্রিত মূল্যঃ ২০০

বই সম্পর্কে :

ইসলামের প্রথম খলিফা সাইয়িদুনা আবু বকর সিদ্দিক রা.-এর জীবন ইসলামি ইতিহাসের এমন এক হিরণ্ময় অধ্যায়, যা সকল ইতিহাসের ওপর মহিমাময়। যে সম্মান, মর্যাদা, উচ্চতা, উন্নত নীতি, জিহাদ ও দাওয়াতের ওপর তাঁর জীবন যাপন ছিল, ইতিহাসের ইসলামের ইতিহাস কেন, নবি-রাসুল ছাড়া পুরো মানবসভ্যতার ইতিহাসেই তাঁর মতো গুণঋদ্ধ মানুষ পাওয়া যায় না।
উম্মতের শ্রেষ্ঠপুরুষ আবু বকর সিদ্দিক রা.। অসংখ্য গুণে গুণান্বিত যাঁর জীবন-যৌবন; তাঁর গুণ বর্ণনা করে শেষ করা কঠিন। কী ছিল না তাঁর মধ্যে? এক কথায় সবই ছিল।
‘সাহিবুন্নবি’ গ্রন্থে তরুণ লেখক ও সম্পাদক ইলিয়াস মশহুদ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা.-এর বিশাল-ব্যাপ্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো সংক্ষেপে সাবলীলভাবে উপস্থাপন করেছেন। আশা করি, বইটি পড়ে পাঠকবৃন্দ বেশ উপকৃত হবেন। জানতে পারবেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা.-এর জীবন ও কর্ম সম্পর্কে।